
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা কারীদের বিচারে দাবিতে মানববন্ধন করেছে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর ছাত্ররা। মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ডুয়েটের প্রধান ফটকের সামনে শিববাড়ি-শিমুলতলী সড়কের পাশে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বক্তারা অনতিবিলম্বে আবরার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। ব্যানার, প্লেকার্ড নিয়ে শতাধিক ছাত্র মানববন্ধনে অংশ নেন।
 
				
				
				
 
				
				
			


Leave a reply