
শুধু শহর নয়, গ্রামভিত্তিক উন্নয়নের পরিকল্পনা ও বাস্তবায়নে কাজ করছে সরকার। প্রাকৃতিক সব বাধা পেরিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে মিরপুর সেনানিবাসে ‘ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আমর্ড ফোর্সেস ওয়ার কোর্স-২০১৭’র সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সেনাবাহিনীর প্রযুক্তিগত উৎকর্ষ সাধন ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করছে সরকার। এই বাহিনীর আধুনিকায়নের জন্য প্রতিনিয়ত নানা কর্মসূচি হাতে নেয়া হচ্ছে বলেও জানান তিনি। এসময় নতুন গ্র্যাজুয়েটদের নিজের প্রতিভা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে কাজ করার আহবান জানান শেখ হাসিনা।
যমুনা অনলাইন: টিবিজেড/টিএফ
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply