
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকায় দাঁড়িয়ে থাকা ভারতীয় ট্রাকের সঙ্গে দ্রুতগামী অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে । আহত হয়েছেন আরো তিনজন। আহতদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ রাত পৌনে ১১ টার দিকে বুড়িমারী স্থলবন্দরের পাশে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ভারতীয় ট্রাকের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশার সাথে সংঘর্ষে দুইজন নিহত হয়। তবে নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
পাটগ্রাম থানার ওসি সুমন মোহন্ত দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply