
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে উপজেলার কানকিরহাট ইসলামিয়া মাদ্রাসার ২ ছাত্র মাদ্রাসা থেকে পালানোর জন্যে ৪ তলার জানালা দিয়ে দড়ি বেয়ে নিচে নামার সময় দড়ি ছিঁড়ে পড়ে সাজিদ নামে এক ছাত্র নিহত হয়েছে। সাইফুল ইসলাম নামে অপর ছাত্র গুরুতর আহত হয়েছে।
মাদ্রাসার শিক্ষকরা তাদের উদ্ধার করে সোমবার রাত সাড়ে ১২টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করে। নিহত সাজিদ কানকিরহাট এলাকার আবুল কাসেমের ছেলে।
আহত সাইফুল ইসলামকে রাতেই উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরণ করা হয়। তার অবস্থা আশংকা জনক।
সেনবাগ থানার এস,আই সাইফুল জানায়, মাদ্রাসা কর্তৃপক্ষ ছাত্রদের শাসনের নামে মারধর ও বন্দি করে রাখায় ঐ ২ ছাত্র পালানোর চেষ্টার সময় এ হতাহতের ঘটনা ঘটে।
 
				
				
				
 
				
				
			


Leave a reply