
ডাকাতির অভিযোগে রাজধানীর খিলগাঁও এবং নারায়ণগঞ্জ থেকে ৫ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় মোটরসাইকেল, গুলিভর্তি পিস্তল ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি করতো এই চক্রটি। পাশাপাশি প্রাইভেটকার ও রিকশা থেকে ছিনতাই এবং মোটরসাইকেল চুরি করতো তারা। আটককৃতরা এর আগেও ডাকাতির মামলায় গ্রেফতার হয়েছিল জানায় ডিবি পুলিশ। এদের মধ্যে মোস্তাফিজুর রহমান মানিকের নামে ১৭টি মামলা রয়েছে। তবে ছাড়া পেয়ে আবারও ডাকাতির সাথে জড়িয়ে পড়ছে বলে জানায় পুলিশ।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply