
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট রিংভং এলাকায় সড়কের পাশ থেকে লোকমান (৩০) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করেন।
নিহত লোকমান কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরং ইউনিয়নের কালারমারপাড়ার আবদুল মালেকের ছেলে। লোকমান মালুমঘাটায় তার শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে মসজিদে যাওয়ার সময় একটি গুলির শব্দ শুনতে পাই। পরে সড়কের পাশে এক যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে তারা।
এ ঘটনায় পুলিশে খবর দিলে সকাল ৬টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে।
নিহতের স্ত্রী রিফা আক্তার জানান, তার স্বামী চট্টগ্রাম বন্দরে শ্রমিকের কাজ করতেন। বেতনের টাকা তোলার কথা বলে সোয়া ৪ টার দিকে ঘর থেকে বের হয়। সাড়ে ৪ টার দিকে দুর্বৃত্তের গুলিতে মারা গেছেন বলে খবর পাই।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।



Leave a reply