
স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর
মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ শনিবার এই ঘোষণা করা হয়।
রংপুর সিভিল সার্জন হিরোম্ব কুমার রায় জানান, ওই চিকিৎসক করোনা পজেটিভ হওয়ায় মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করা হয়েছে।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার এ কে এম নূর-উন-নবী লাইজু জানান, শনিবার রমেকে ৯১ টি নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে তিনজনের করোনা শনাক্ত হয় যার মধ্যে রংপুরের মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক রয়েছেন। এছাড়াও দিনাজপুরের ঘোড়াঘাট এবং ঠাকুরগায়ের রানীশংকৈলে একজন করে শনাক্ত হয়েছে।
 
				
				
				
 
				
				
			


Leave a reply