
র্যাব ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন
করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দিয়ে র্যাব ডিজি (মহাপরিচালক) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
আজ শনিবার দুপুরে র্যাব হেডকোয়ার্টার থেকে অনলাইনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।
গুজব ছড়ানোর অভিযোগে এরই মধ্যে অর্ধশতাধিক ওয়েবসাইটকে নজরদারিতে আনা হয়েছে জানিয়ে র্যাব ডিজি বলেন, অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য দেখলে যাচাই না করে লাইক-শেয়ার করে থাকেন, যার কারণে অনেকেই আইনের আওতায় চলে আসেন। এ পর্যন্ত র্যাব এসব কারণে ১১ জনকে আইনের আওতায় এনেছে।
এসময় রমজান মাস জুড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



Leave a reply