
আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজ হওয়ার একদিন পর বৃদ্ধ বিরু দাসের ভাসমান লাশ তিতাস নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। পৌরশহরের খড়মপুর দাসপাড়া এলাকার বাসিন্দা বিরু দাস রোববার থেকে নিখোঁজ ছিলেন।
আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী জানান, “ওই ব্যক্তিকে পাওয়া যাচ্ছিল না বলে পরিবারের লোকজন এলাকায় মাইকিং করে। সোমবার সকালে পৌরশহরের দেবগ্রামের রেলওয়ে ব্রিজ এলাকায় তিতাস নদীর মোহনায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ কে খবর দেয়।”
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। তবে ওই ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে সোপর্দ করা হয়েছে।
ইউএইস/



Leave a reply