
রাজধানীর পল্লবী থানার ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৪ পুলিশ সদস্য’সহ ৫ জন আহত হয়েছে। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ডিএমপির ডিসি মিডিয়া ওয়ালিদ হোসেন জানিয়েছেন, রাতে পুলিশের অভিযানে তিনজন সন্ত্রাসীকে আটক করে থানায় আনা হয়। তাদের কাছে থাকা ওয়েট মেশিন সদৃশ একটি বস্তুই ভোরের দিকে বিস্ফোরিত হয়। থানার দোতলায় ওসি অপারেশনের রুমে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওসি অপারেশন’সহ চার পুলিশ সদস্য ও একজন সিভিলিয়ান স্টাফ আহত হন। সন্ত্রাসীদের কাছে দুটি অস্ত্রও পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
আহতের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। একজনকে নেয়া হয়েছে চক্ষু হাসপাতালে।
 
				
				
				
 
				
				
			


Leave a reply