
দ্বিতীয়বার মা হতে চলেছেন কারিনা কাপুর খান। গতকাল বুধবার সাইফের বড় মেয়ে সারা আলি খানের জন্মদিনের দিনই এই শুভ সংবাদ জানান সাইফ-করিনা। এক বিবৃতিতে তারা জানান ‘আমরা খুব উত্সাহের সঙ্গে জানাচ্ছি, যে আমাদের পরিবারে একজন নতুন সদস্য আসতে চলেছে! ধন্যবাদ আমাদের সকল শুভাকাঙ্ক্ষীকে-তাদের ভালোবাসা ও সমর্থনের জন্য’।
সাইফের বড় বোন সোহা আলি খানও ইনস্টাগ্রামে সাইফের একটি ছবিতে ‘দ্য কোয়াডফাদার’ লিখে পোস্ট করেছেন।
২০১২ সালে সাইফ আলি খানের সাথে বিয়ে হয় কারিনার। তাদের একমাত্র পুত্র তৈমুরের জন্ম হয় ২০১৬ সালে। এবার নবাব-বেগমের ঘরে আসছে আরেক নতুন সদস্য।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply