
ভারতের স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। শনিবার হঠাৎ করেই ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ধোনি।
ধোনির এমন হঠাৎ অবসরের ঘোষণায় তাকে নিয়ে ভারতসহ ক্রিকেটবিশ্ব যখন আলোচনা-সমালোচনায় ব্যস্ত, তখনই প্রিয় অধিনায়কের পথেই হাঁটলেন ভারতের আরেক ব্যাটসম্যান সুরেশ রায়নাও। একই দিনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সুরেশ রায়নাও।
শনিবার নিজের ইনস্টাগ্রামে ধোনিকে উদ্দেশ করে রায়না লিখেছেন, ‘তোমার সঙ্গে খেলাটা বরাবর উপভোগ করেছি মাহি ভাই। অত্যন্ত গর্বের সঙ্গে আমি এটা জানাচ্ছি, তোমার সঙ্গে একই পথেই হাঁটলাম। ধন্যবাদ ভারত। জয় হিন্দ।’
ইউএইস/
 
				
				
				
 
				
				
			


Leave a reply