
এবার বিয়ার গ্রিলসের সাথে হাতির মলের চা খেয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমার। নিজের ইনস্টাগ্রামে এক ভিডিও দিয়ে এ তথ্য জনান অক্ষয়।
‘ইন্টু দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’ শোয়ের জন্য এই চা খেতে হয়েছে অক্ষয়কে। যদিও ভিডিওতে বিয়ার গ্রিলসকে সে চা ফেলে দিতে দেখা যায় কিন্তু সেই চা খেয়েছেন অক্ষয়!
এই শো ডিসকভারি প্লাসে দেখা যাবে ১১ সেপ্টেম্বর রাত আটটায়। আর ডিসকভারিতে দেখা যাবে ১৪ সেপ্টেম্বর রাত আটটায়। ব্রিটেনে এই শুটিং ধারন করা হয়। সেখান থেকেই শেয়ার করেছেন এই ভিডিও অক্ষয় কুমার।
এর আগে গত বছর বিয়ার গ্রিলসের শোয়ে সঙ্গী হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া বিয়ার গ্রিলসের সঙ্গে দেখা গিয়েছিল সুপারস্টার রজনীকান্তকে।
https://www.instagram.com/p/CEir_CenM4h/?utm_source=ig_web_copy_link
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply