
করোনা মুক্ত হয়ে অনুশীলন শুরু করেছেন পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এখন প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার অপেক্ষায় ২৮ বছর বয়সী নেইমার।
শুক্রবার সামাজিক মাধ্যমে নিজের সুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন পিএসজি ফরোয়ার্ড। ট্রেনিংটাকে উপভোগ করছেন বলেও জানান তিনি।
চলতি মাসের শুরুতেই ছুটি কাটাতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন নেইমার। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হারের পর ছুটি কাটাতে ইবিজিয়া দ্বীপে গিয়েছিলেন নেইমার ও তার পিএসজি সতীর্থরা। সেখান থেকে ফেরার পরই করোনা পজেটিভ হিসেবে ধরা পড়ে কয়েকজনের। নেইমারের সঙ্গে অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লিওনার্দো পেরেদেসও করোনা আক্রান্ত হন।
করোনা নেগেটিভ রিপোর্ট পেয়ে উচ্ছ্বসিত নেইমার। নিজের টুইটারে লিখেছেন, আমি অনুশীলন শুরু করেছি, খুব বেশি খুশি আমি।
Voltei aos treinos, super feliz … O PAI TA ON 🤪 #CORONAOUT
— Neymar Jr (@neymarjr) September 11, 2020



Leave a reply