
মার্কিন সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি নিয়োগ নিয়ে কোন কালক্ষেপণ করতে চান না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একজন নারী প্রার্থীকে বেছে নেয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
রুথ বেডার গিন্সবার্গের মৃত্যুর পর শূন্য হওয়া স্থানে ট্রাম্পের পছন্দের প্রার্থীকে নিয়োগে ভোটাভুটির প্রস্তাব দিয়েছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি।
তবে, প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের দাবি, নভেম্বরের নির্বাচনের পরই নতুন বিচারপতি নিয়োগ করতে হবে। সাধারণত প্রেসিডেন্টের প্রস্তাবের ওপর সিনেটে ভোটের মাধ্যমে মনোনীত হন সুপ্রিম কোর্টের বিচারপতি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর এ পর্যন্ত দুজন বিচারপতি নিয়োগ দিয়েছেন ট্রাম্প। টানা ২৭ বছর ধরে দায়িত্ব পালন করে আসছিলেন সুপ্রিম কোর্টের সবচেয়ে বয়স্ক বিচারপতি রুথ বেডার গিন্সবার্গ। স্থানীয় সময় শুক্রবার মারা যান তিনি।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply