
সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হানকে নির্যাতন ও হত্যায় অভিযুক্ত এসআই আকবরকে পালাতে সহায়তার অভিযোগে এসআই হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
হাসানের বিরুদ্ধে মামলার আলামত নষ্টের অভিযোগ রয়েছে। সাময়িক বরখাস্তের পর তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বুধবার দুপুরে বন্দর ফাঁড়ির টুআইসি এসআই হাসানকে পুলিশ লাইন্সে নেয়া হয়।
এদিকে, তদন্ত কমিটি আসার আগেই বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সিসি ক্যামেরার হার্ডডিস্ক পরিবর্তন করা হয়। রায়হান হত্যা মামলায় এর আগে গতকাল সাময়িক বরখাস্তকৃত কনস্টেবল টিটু চন্দ্রের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ইউএইচ/



Leave a reply