
খাদ্যভাতা প্রদানসহ ১১ দফা দাবিতে চলমান ধর্মঘট প্রত্যাহার করেছেন পণ্যবাহী নৌযান শ্রমিকরা। বৃহস্পতিবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে নৌযান শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
১১ দফা দাবি আদায়ে ২০ অক্টোবর রাত ১২টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে শ্রমিকরা। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের আওতাধীন আটটি সংগঠন যৌথভাবে এই ধর্মঘটের ডাক দেয়।
তিনদিন ধরে চলা ধর্মঘটে সারা দেশে অচল হয়ে পড়ে নৌযানে পণ্য পরিবহন। খাদ্য ভাতা-ঝুকি ভাতাসহ ১১দফা দাবিতে অনড় থাকে শ্রমিকরা। তাদের পক্ষ নিয়ে, নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের দাবি ন্যায্য। তবে, এসব দাবি না মানার ঘোষণা দেয় জাহাজ-কার্গো মালিকরা।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply