
কোভিড নাইনটিনে আক্রান্ত হয়েও বেঁচে ফিরলেন শতবর্ষী এক স্প্যানিশ বৃদ্ধা। চিকিৎসক-নার্সদের শুভেচ্ছাস্নাত হয়ে হাসপাতাল থেকে বাড়িতেও ফিরেছেন তিনি।
স্পেনের রাজধানী মাদ্রিদে এক হাসপাতালে কোভিড-১৯ ওয়ার্ডে ১৪ দিন চিকিৎসাধীন ছিলেন ১০৪ বছর বয়সী এলেনা।
চিকিৎসকরা জানিয়েছেন, করোনার সংক্রমণ নিশ্চিত হওয়ার পর নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সব ঝুঁকি কাটিয়ে উঠতে পেরেছেন। গ্রেগরি ম্যারানন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরা ৪ হাজার ১৪৯তম রোগী তিনি। গেলো বছর প্রাণঘাতী ‘ইনফ্লুয়েঞ্জা এ’কেও হার মানান এলেনা।
ইউএইচ/
 
				
				
				
 
				
				
			


Leave a reply