
সমাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের প্রবল আপত্তির মুখে নিজেদের লোগে পাল্টালো ভারতীয় ই-কমার্স সাইট মাইন্ত্রা। নারীরা অভিযোগ করেন লোগোতে ব্যবহৃত কমলা ও গোলাপি রং মহিলাদের জন্য ‘অবমাননাকর, অসম্মানজনক এবং অশ্লীল’।
গত ডিসেম্বর মাসে আভেস্তা ইন্টারন্যাশনাল সংস্থার প্রতিষ্ঠাতা ডিরেক্টর একতা নাজের মায়ান্ত্রা’র এই লোগের বিরুদ্ধে অভিযোগ করলে ভারতীয় সাইবার পুলিশের মাইন্ত্রা’র ওই লোগে পরিবর্তন করার জন্য নির্দেশ দেয়। একইসাথে লোগে পরিবর্তন না করা হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয় পুলিশ।
লোগের বিরুদ্ধে অভিযোগকারী একতা নাজের ও তার দুই আইনজীবী রাকেশ রাঠোর ও বিজয়লক্ষ্মী খোপাড়ের মতে, ইংরেজি এম (M) অক্ষরে কমলা ও গোলাপি রং ব্যবহার এবং অক্ষরটি যে ভাবে আঁকা হয়েছে তাতে নারীর যৌনাঙ্গের আভাস রয়েছে। তাদের দাবি, গ্রাহকের নজর আকর্ষণ করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত এই লোগো ব্যবহার করা হয়েছে।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply