
আবারও সড়কে মৃত্যুর মিছিল। সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে ১১ জনের। এরমধ্যে সিলেটে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৭ জন।
সকাল ৭টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস পরিবহনের বাসটি রশিদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এনা পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় অন্তত ৭ জন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় নিহত হয়েছেন সিএনজি অটোরিকশার চালকসহ ৪ জন। ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিরা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, শাওন পরিবহনের বাসটি ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিলো। মাঝিরা বাজার এলাকায় বগুড়া শহরগামী একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই মারা যান ৩ জন। হাসপাতালে চিকিৎসাধীন অব্স্থায় মৃত্যু হয় আরও একজনের। গত রোববার একই মহাসড়কে বা-ট্রাক সংঘর্ষে প্রাণ যায় ৬ জনের।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply