
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাবলু হোসেন নামেল এক যুবক নিহত হয়েছেন। গতরাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিলে রাত ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোনজামাই শফিকুল ইসলাম জানান, গতরাতে বাবলু কাজলা থেকে কাজ শেষে বাসায় ফিরছিলেন। শহীদ ফারুক রোডের মনা টাওয়ারের সামনে রতন সহ স্থানীয় চার-পাঁচজন চাঁদাবাজ ও সন্ত্রাসী তাদের গতিরোধ করে। এরপর বাবলুকে রিকশা থেকে নামিয়ে তার কপালে একটি আঘাত করে। তখন সে পড়ে গেলে তার পিঠে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মোঃ সোহেল রানা জানান, এই ঘটনায় রতন নামে একজনকে আটক করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে হত্যার কারণ।



Leave a reply