
করোনা মহামারির ভয়াবহতার মধ্যেই চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সপ্তম ধাপের ভোটগ্রহণ।
আজ সোমবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় ৭টায় শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত। কলকাতা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা ও দক্ষিণ দিনাজপুর ৫ জেলার ৩৪ আসনে চলছে ভোট। লড়াইয়ের মাঠে আছেন মোট ২৮৪ জন প্রার্থী।
এই দফায় চার মন্ত্রীসহ একাধিক তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে ৮১ লাখ ৮৭ হাজার ভোটার। ভোটগ্রহণের কিছুক্ষণের মধ্যেই এক টুইটবার্তায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এ পর্যন্ত বড় কোনো সহিংসতা না হলেও কিছু জায়গায় হামলা-ভাঙচুর ও কেন্দ্র দখলের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে বিজেপি ও তৃণমূল। আট ধাপের ভোটগ্রহণ শেষে ২ মে ঘোষণা হবে নির্বাচনের ফলাফল।



Leave a reply