
স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:
রংপুরের বদরগঞ্জে গরুর মাংস ভাগাভাগি নিয়ে ভাতিজার দায়ের কোপে চাচা মারা গেছেন। শুক্রবার (২১ মে) সন্ধ্যায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, উপজেলার মুকসুদপুর বানুয়াপাড়া গ্রামে শুক্রবার বিকেলে কয়েকজন মিলে গরু কিনে তার মাংস ভাগাভাগি করছিলেন।
ভাগের মাংসের পরিমাণ কমবেশি নিয়ে চাচা রফিকুল ইসলামের (৪৫) সাথে ভাতিজা হেলাল হোসেনের (৩৪) কথা কাটাকাটি হয়। ক্ষুব্ধ হয়ে মাংস কাটার দা দিয়ে চাচাকে কোপ দেন ভাতিজা হেলাল।
অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেয়ার পথেই রফিকুল ইসলাম মারা যান। ঘটনার পর থেকে হেলাল পলাতক।
এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।



Leave a reply