
টঙ্গীর দুটি পরিবারের উপর নৃশংস হামলার ঘটনায় কিশোর গ্যাং গ্রুপ ‘ডি কোম্পানি’র খোঁজ পেয়েছে র্যাব।
গ্রুপের ১২ সদস্যকেও গ্রেফতার করা হয়েছে। এক ব্রিফিংয়ে র্যাব জানিয়েছে টঙ্গী এলাকার ত্রাস ছিল কিশোর গ্যাং ডি কোম্পানি। ৫ বছর ধরে সক্রিয় তারা। আটক ১২জন ছাড়াও আরও ২০/২৫ জন সক্রিয় আছে। এদের মূল হোতা বাপ্পি ওরফে লন্ডন বাপ্পি। বাপ্পি ও তার ভাই পাপ্পু গ্রুপটি নিয়ন্ত্রণ করতো। ফেসবুক গ্রুপের মাধ্যমে এলাকায় চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত ছিল তারা।
এনএনআর/
 
				
				
				
 
				
				
			


Leave a reply