
কক্সবাজার প্রতিনিধি:
স্বাস্থ্যবিধি না মানায় রোহিঙ্গা ক্যাম্পে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ মে থেকে উখিয়ার ৩,৪,৫, ১৫,১৬ ও টেকনাফের ২১ নং রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ লকডাউন জারি করা হয়। পরে আরও একটি ক্যাম্প লকডাউনের আওতায় আনা হয়।
গত ১ মাস যাবত লকডাউন চলমান থাকলেও স্বাস্থ্যবিধি মানতে নারাজ অধিকাংশ রোহিঙ্গা। তারা মাস্ক না পড়তে নানা অজুহাত দেখিয়ে যাচ্ছেন। কেউ বলছেন মাস্ক কেনার টাকা নেই, আবার কেউ বলছেন তারা ক্যাম্পের বাহিরে যাচ্ছেন না তাই মাস্ক পড়ছেন না। তবে অধিকাংশ রোহিঙ্গা বিশ্বাস করতে চান না ক্যাম্পে করোনা নামে কিছু আছে। রোহিঙ্গাদের মাঝে স্বাস্থ্য সচেতনতা তেমন একটা দেখা যাচ্ছে না। ফলে নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এর স্বাস্থ্য সমন্বয়কারী ডা. তোহা ভূঁইয়া জানান, রোহিঙ্গা ক্যাম্প গুলোতে সংক্রমণের হার পরীক্ষার উপর সর্বোচ্চ ২৯% পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল তবে এখন তা কমে ১০% এর আশেপাশে অবস্থান করছে। এ পর্যন্ত ১৫৪৪ জন রোহিঙ্গা করোনা আক্রান্ত হয়েছে আর মৃত্যুবরণ করেছে ২০ জন।



Leave a reply