রাজশাহী ব্যুরো:
ভাইরাল হওয়া ভিডিও’র সূত্র ধরে রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ ৩ জনকে গ্রেফতার করেছে নগর পুলিশ।
পুলিশ জানিয়েছে, গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৭ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় বন্ধ রুমের ভেতরে দুইজন ব্যক্তি অস্ত্র নাড়াচাড়া করছে। অস্ত্রটি একজন আরেকজনের হাতে তুলে দিচ্ছে।
পরে পুলিশ ওই ভিডিও পর্যালোচনা করে নগরীর বিভিন্ন স্থান থেকে সেলিম মুর্শেদ শাফিন, পিটার হোসেন ও রানা হোসেনকে গ্রেফতার করে। উদ্ধার করে ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল। এ ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা হয়েছে। আরেক আসামি নিলয়কে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a reply