
টানা বৃষ্টিপাতে সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে আশপাশের উপজেলার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
গত ৪ দিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা নদীসহ সবগুলো শাখা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে জেলার তাহিরপুর ও দোয়ারাবাজারসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
গুরুত্বপুর্ণ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় মানুষজনকে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যে সুরমা নদীর পানি এখনও বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ক্রমাগত পাহাড়ি ঢল অব্যাহত থাকায় নিম্নাঞ্চলে বসবাসকারীদের জন্য ঝুঁকি রয়েছে।
ইউএইচ/
 
				
				
				
 
				
				
			


Leave a reply