মমেকের করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু

|

ফাইল ছবি

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয় জন করোনা শনাক্ত হয়ে এবং নয় জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সোমবার (৫জুলাই) সকাল ১০ টায় বিষয়টি নিশ্চিত করেছেন মমেক করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, বর্তমানে করোনা ইউনিটে রেকর্ড সংখ্যক ২৯৬ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ২০ জন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) ও বাকিরা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪৯ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭০৭ জনের নমুনা পরীক্ষা করে ২১০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply