
মাহমুদউল্লাহ রিয়াদকে বিদায় সম্ভাষণ দিচ্ছেন তার সতীর্থরা।
হারারেতে একমাত্র টেস্টের পঞ্চম দিনে ম্যাচ শুরুর আগে মাহমুদউল্লাহ রিয়াদকে বিদায় সম্ভাষণ দিয়েছেন তার সতীর্থরা। এর অর্থ টেস্ট থেকে বিদায় জানানোর সিদ্ধান্তে অটল রিয়াদ।
হারারে টেস্টই হতে যাচ্ছে এই অলরাউন্ডারের শেষ টেস্ট। তৃতীয় দিন সকালে টিম মিটিংয়ে টেস্ট থেকে অবসরের কথা জানান এই ক্রিকেটার। প্রথম ইনিংসে ১৫০ রান করার পরই আসে এই ঘোষণা।
১৭ মাস পর টেস্ট একাদশে সুযোগ হয় রিয়াদের। পাকিস্তানের বিপক্ষে টেস্ট থেকে বাদ পড়ার পর ক্ষোভ থেকেই হয়তো এই অবসরের সিদ্ধান্ত রিয়াদের। বাংলাদেশের সাদা জার্সিতে আর দেখা যাবে না তাকে।
উল্লেখ্য, বাংলাদেশের হয়ে ৫০টি টেস্ট খেলে ৫টি সেঞ্চুরি ও ১৬টি হাফসেঞ্চুরিতে ২৯১৪ রান করেছেন মাহমুদউল্লাহ। বল হাতে নিয়েছেন ৪৩টি উইকেট।
ইউএইচ/



Leave a reply