উইম্বলডনের নতুন চ্যাম্পিয়ন অ্যাশলি বার্টি

|

উইম্বলডনের নারী এককের চ্যাম্পিয়ন অ্যাশলি বার্টি ছবি: সংগৃহীত

উইম্বলডনের নারী এককের ফাইনালে ৮ম বাছাই ক্যারোলিনা প্লিসকোভাকে ৬-৩, ৬-৭ (৪-৭), ৬-৩ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন শীর্ষ বাছাই অ্যাশলি বার্টি। আর তাতেই ৪১ বছরের অস্ট্রেলীয় অপেক্ষার অবসান ঘটালেন বার্টি।

১৯৮০ সালের পর দ্বিতীয় অস্ট্রেলিয়ান নারী হিসেবে অ্যাশলি বার্টি জিতলেন উইম্বলডন। ১০ জুলাই গ্রাস কোর্টে প্লিসকোভা ও বার্টি দু’জনই প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে খেলতে নামেন। প্রথম সেটে ৬-৩ গেমের দাপুটে জয় ছিলো অ্যাশলি বার্টির। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান প্লিসকোভা। সেট গড়ায় টাইব্রকারে। সেখানে ৪-৭ গেমের জয় পান এই জার্মান।

তৃতীয় সেটে অবশ্য পাত্তাই পাননি প্লিসকোভা। ৬-৩ গেমের জয়ে প্রথম উইম্বলডন শিরোপা জিতে নেন অ্যাশলি বার্টি। ২০১৬ সালে সেরেনা উইলিয়ামসের পর অ্যাশলি বার্টিই প্রথম, যিনি শীর্ষ বাছাই হিসেবে গ্রাস কোর্টের গ্র্যান্ডস্ল্যাম জয় করলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply