
মাঝে ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি।
প্রয়োজনে ৯০ শতাংশ পর্যন্ত পরমাণু কর্মসূচি বাড়ানোর সক্ষমতা রয়েছে ইরানের। বুধবার এক বক্তব্যে এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রোহানি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়ার পর থেকে তেহরান ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে বহু গুণ।
হাসান রোহানি বলেন, সম্প্রতি আমাদের পরমাণু সক্ষমতা আরও বাড়ানো হয়েছে। চাইলে এই সক্ষমতা ৯০ শতাংশে উন্নীত করতে পারি। এবং আমরা এটি অব্যাহত রাখবো। কোনো নিষেধাজ্ঞা দিয়ে প্রতিহত করা যাবে না। শান্তি প্রতিষ্ঠানের জন্য আমরা যে কোনো কিছু করতে পারি।
ইউএইচ/



Leave a reply