
ফেনীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে।
ফেনীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত শিউলি আক্তার।
শুক্রবার (২০ আগস্ট) সকালে শহরের নাজির রোডের ভাড়া বাসা থেকে সোহেল পারভেজের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্বজনরা জানান, প্রবাসী সোহেল মাসখানেক আগে দুবাই থেকে দেশে আসেন। গতরাত ২টার দিকে সোহেলের স্ত্রী শিউলি দারোয়ানকে বলে তার বাবা মারা গেছে। এ সময় দুই শিশু সন্তানকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায় শিউলি। সকালে ফ্ল্যাট তালাবদ্ধ দেখে প্রতিবেশীরা দারোয়ানকে জানায় গতরাতে চিৎকার-চেঁচামেচি শুনেছেন তারা। পরে ট্রিপল নাইনে ফোন দিলে পুলিশ এসে বাসায় ঢুকে সোহেলের মরদেহ দেখতে পায়।
সোহেলের জেঠাতো ভাই ফাহাদ জানান, শিউলি আক্তার রাতে সোহেলকে কুপিয়ে হত্যা করে দারোয়ানকে তার বাবা মারা গেছে বলে পালিয়ে যায়। গত এক মাস আগে সোহেল দুবাই থেকে দেশে এসেছেন। তাদের দুটি সন্তান রয়েছে। ছেলে রিহান (৭) ও মেয়ে জান্নাত (৪)।
এদিকে, হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি পুলিশ কিংবা স্বজনরা।
ইউএইচ/



Leave a reply