ছবি: সংগৃহীত
করোনা ও উপসর্গে গেলো ২৪ ঘণ্টায় কয়েক জেলায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মারা গেছেন ৮ জন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণ গেছে আরও ৬ জনের। সমান সংখ্যক ৬ জন মারা গেছেন চট্টগ্রাম জেলায়। কুষ্টিয়াতেও প্রাণ গেছে ৬ জনের। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৪, বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ৩ ও পাবনায় একজনের মৃত্যু হয়েছে। সংক্রমণে কমে আসায় সারাদেশের হাসপাতালগুলোতে রোগীর চাপও কমেছে।
উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
এনএনআর/
Leave a reply