একই দিনে মুক্তি পাচ্ছে ‘কেজিএফ ২’ ও ‘সালার’

|

একই দিনে মুক্তি পাচ্ছে 'কেজিএফ ২' ও 'সালার'

ছবি: সংগৃহীত

এবার মুখোমুখি হতে যাচ্ছে দুই জনপ্রিয় তেলেগু অভিনেতা ইয়াশ ও প্রভাস। তাদের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ-টু’ ও ‘সালার’ আসছে একই দিনে। যা নিয়ে উচ্ছ্বসিত এই দুই সিনেমার পরিচালক।

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি মুক্তির ঘোষণা এসেছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’এর। আগামী বছরের ১৪ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। তবে এবার জানা গেলো অন্য এক খবর।

১৪ এপ্রিল মুক্তি পাবে আরও একটি সিনেমা ‘সালার’। যেখানে অভিনয় করেছেন জনপ্রিয় তেলেগু অভিনেতা প্রভাস। অর্থাৎ সবকিছু ঠিক থাকলে বক্স অফিসে মুখোমুখি হচ্ছেন যশ ও প্রভাস।

এদিকে সিনেমা দুটি পরিচালনা করছেন প্রশান্ত নীল। সেক্ষেত্রে একই দিনে তার দুটি সিনেমা মুক্তি দিতে চাইছেন পরিচালক।

গত বছর অক্টোবরে ‘কেজিএফ-টু’ সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে শুটিং অসম্পূর্ণ থাকায় তা সম্ভব হয়নি। এরপর চলতি বছর ১৯ জুলাই এটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়। পরে করোনার কারণে আবারও পিছিয়ে পড়ে সিনেমা মুক্তির তারিখ।

অন্যদিকে অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘সালার’ সিনেমাটির শুটিং শুরু হয় জানুয়ারিতে। প্রভাস ছাড়াও এতে অভিনয় করছেন শ্রুতি হাসান। এছাড়া খল চরিত্রে বলিউড অভিনেতা জন আব্রাহামের অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এখন দেখার অপেক্ষা কোনো সিনেমা বক্স অফিস করবে হিট ‘সালার’ নাকি ‘কেজিএফ-টু’, তা বোঝা যাবে ১৪ এপ্রিলের পর।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply