উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান।
স্টাফ রিপোর্টার, নেত্রকোণা:
নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় মো. হাবিবুর রহমান (৪০) নামের এক উপ-পরিদর্শক (এসআই) মারা গেছেন।
বৃহস্পতিবার রাতে নেত্রকোণা-বারহাট্টা সড়কের সদর উপজেলার সতরশ্রী প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান বারহাট্টা থানায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বেতগাছিয়া এলাকায়। তিনি ২০০০ সালের ১৯ মে কনস্টেবল হিসেবে চাকরিতে যোগদান করেন। গত এক বছর আগে তিনি এসআই হিসেবে বারহাট্টা থানায় যোগদান করেন। এর আগে আটপাড়ায় কর্মরত ছিলেন। তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক মেয়ে ও পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছেলে রয়েছে। গত বছরের ৩০ এপ্রিল তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, হাবিবুর রহমান বৃহস্পতিবার রাতে দাফতরিক কাজ সেরে নেত্রকোণা থেকে মোটরসাইকেলে করে বারহাট্টা থানায় আসছিলেন। পথে রাত আটটার দিকে নেত্রকোণা-বারহাট্টা সড়কের সতরশ্রী প্রাথমিক বিদ্যালয় এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত একটি ভ্যান গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় ও খবর পেয়ে পুলিশ মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত পৌনে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নিশ্চিত করে জানান, নিহত এসআই হাবিবুর রহমানের লাশের ময়নাতদন্ত শেষে তার কর্মস্থল বারহাট্টা থানা প্রাঙ্গণে এনে রাখা হয়েছে। সেখানে সহকর্মীসহ নানা শ্রেণি-পেশার লোকজন তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাইন্সে জানাজা শেষে তার গ্রামের বাড়ি ধোবাউড়ার বেতগাছিয়ায় পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল বলেন, হাবিবুর রহমান একজন সৎ, বিনয়ী, দক্ষ ও মার্জিত পুলিশ কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে পুলিশের অপূরণীয় ক্ষতি হলো। জেলা পুলিশ শোক প্রকাশসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
ইউএইচ/
Leave a reply