
উন্নত দেশগুলোর বুস্টার ডোজ প্রয়োগের সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য৭ সংস্থার আফ্রিকা অঞ্চলের প্রধান ড. ম্যাতসহিদিসো মোইতি।
করোনা ভ্যাকসিন নিয়ে উন্নত দেশগুলোর আচরণ চরম বৈষম্যমূলক। দরিদ্র দেশগুলো যেখানে ভ্যকসিন সংকটে; এমন মুহুর্তে উন্নত দেশগুলোর বুস্টার ডোজ প্রয়োগ আন্তর্জাতিক সংহতির অন্তরায়। উন্নত দেশগুলোর এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা অঞ্চলের প্রধান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা অঞ্চলের আঞ্চলিক প্রধান ড. ম্যাতসহিদিসো মোইতি বলেন, করোনার ভ্যাকসিন বন্টন নিয়ে আমরা চরম বৈষম্য লক্ষ্য করছি। এখনও পর্যন্ত উৎপাদিত ভ্যাকসিনের ৭৫ শতাংশই চলে গেছে উন্নত ১০ দেশের কাছে। এদিকে উচ্চ ঝুঁকিতে থাকা সত্ত্বেও আফ্রিকায় টিকার আওতায় এসেছে মাত্র দুই শতাংশ মানুষ। এমন চলতে থাকলে সহসাই
করোনামহামারি থেকে মুক্তি পাওয়া সম্ভব না।
/এসএইচ



Leave a reply