চট্টগ্রামে রাঙ্গুনিয়ার কবরেও জিয়াউর রহমানের মরদেহ নেই: তথ্যমন্ত্রী

|

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

শুধু চন্দ্রিমা উদ্যান নয়, চট্টগ্রামে রাঙ্গুনিয়ার কবরেও জিয়াউর রহমানের মরদেহ নেই বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের আলোচনা সভায় তিনি বলেন, একটা বাক্স ছাড়া জিয়ার মরদেহ কেউ দেখেনি প্রত্যক্ষদর্শীরা যার সাক্ষী। বিএনপির রাজনীতি মিথ্যাচারের বলেও মন্তব্য করেন তিনি।

পঁচাত্তরের ১৫ আগস্টের কালরাতে সপরিবারে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এই আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ।

সভায় তথ্যমন্ত্রী বলেন, চট্টগ্রামে রাঙ্গুনিয়ার পোমরা এলাকায় জিয়াউর রহমানকে প্রথম কবর দেয়া হয়েছিলো বলে বিএনপির যে দাবি, তা সম্পূর্ণ মিথ্যা। এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও তুলে ধরেন তিনি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আমিতো রাঙ্গুনিয়ার মানুষ। রাঙ্গুনিয়াতে নাকি জিয়াউর রহমানকে প্রথম কবর দেয়া হয়েছে। তার লাশ কেউ দেখেনি। একটা বাক্স দেখেছে। সেদিনকার প্রত্যক্ষ্যদর্শী কুতুব চেয়ারম্যান। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আপনি কিছু দেখেছেন কি না। তিনি বলেছেন আমরা কিছু দেখিনি। কেউই দেখেনি, খালেদা জিয়া, তারেক জিয়া, বিচারপতি সাত্তার কেউ দেখেনি।

ছাত্রলীগ নেতাকর্মীদেরকে বিতর্কিত কর্মকাণ্ড থেকে দুরে থাকা এবং দেশগঠনে ভূমিকা রাখার আহবান জানান সভায় অংশ নেয়া আওয়ামী লীগ নেতারা।

/এস এন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply