জিয়ার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও সমাধি সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য নির্লজ্জ মিথ্যাচার: ফখরুল

|

ফাইল ছবি

বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও সমাধি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নির্লজ্জ মিথ্যাচার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৮ আগস্ট) সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, জাতিকে বিভ্রান্ত ও জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান দু’জনই শ্রদ্ধেয় নেতা। তাদের সম্পর্কে নোংরা কথা বলা রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণ করে বলেও মন্তব্য করেন তিনি।

রোহিঙ্গা ইস্যুতে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সরকারই এই সংকটের সমাধান চায় না। এ সময় স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার আহ্বানও জানায় বিএনপি’র স্থায়ী কমিটি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply