
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিনালা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে নুরানি মাদরাসার দুই ছাত্রের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল সামশুদ্দিন প্রিন্স।
রোববার (২৯ আগস্ট) সকাল ১১ টার দিকে জোয়ারিয়ানালার মুরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ইউনিয়নের পুর্বমুরা পাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে জিয়া (৮) ও একই এলাকার ডেকোরেশন ব্যবসায়ী ছুরুত আলমের ছেলে জনি (৯)।
স্থানীয়রা জানান, সকালে তারা দুইজন গোসল করতে গেলে অসতর্ক হয়ে পুকুরের গভীরে চলে গেলে ডুবে যায়। আধা ঘণ্টা পর অজ্ঞান অবস্থায় তাদের উদ্ধার করে রামু উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া বলেন, দুই শিশুকে হাসপাতালে আনা হয়। কিন্তু, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। পরে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়।
/এস এন



Leave a reply