পানশির উপত্যকায় ঢুকছে তালেবান

|

পানশিরের প্রতিরোধ ব্যবস্থা ভাঙার প্রচেষ্টায় তালেবান।

পানশির উপত্যকায় ঢুকছে তালেবান। মঙ্গলবার তালেবানের বিভিন্ন পেইজ থেকে প্রকাশ করা হয় এমন কিছু ভিডিও।

জাতীয় প্রতিরোধ বাহিনী- NRF এ ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করে। তারা জানায়, উপত্যকার পশ্চিমাঞ্চলীয় প্রবেশপথে স্থানীয় নিরাপত্তা বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে তালেবান। সেখানে তুমুল লড়াইয়ের পর প্রাণ হারান ৭ মিলিশিয়া, আহত হন আরও দু’জন।

পাল্টা অভিযানে ৮ তালেবানের মৃত্যু হয় বলেও নিশ্চিত করেন NRF এর মুখপাত্র ফাহিম দাস্তি। তার দাবি, পানশির উপত্যকার প্রতিরক্ষা কাঠামো কতোটা মজবুত সেটা পরীক্ষার জন্যেই চালানো হয়েছে এ হামলা। তালেবান গোটা আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলেও পানশির উপত্যকা থেকে প্রতিরোধের ডাক দিয়েছেন সেখানকার নেতা আহমেদ মাসুদ।

যুদ্ধ নয় বরং জোট সরকারে শরিক হবার প্রস্তাব দিয়েছেন তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply