
সংগৃহীত ছবি
আফগানিস্তানে মানবিক উদ্ধার অভিযান শুরু করতে যাচ্ছে জাতিসংঘ। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সংস্থাটির মুখপাত্র স্টিফেন দুজারিচ এ তথ্য নিশ্চিত করেন।
রোববার (৫ সেপ্টেম্বর) থেকে উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে কাজ করবে ৩টি বিমান। পাকিস্তান সীমান্ত এবং কান্দাহারের মাঝে গুরুত্বপূর্ণ জায়গায় এ শহরটির অবস্থান। সে কারণেই মানবিক সহযোগিতার জন্য জায়গাটিকে বাছাই করেছে জাতিসংঘ। বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় চলবে ফ্লাইটগুলো।
এদিকে কাতারে তালেবান নেতাদের সাথে বৈঠকের পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব জানিয়েছেন, আটকা পড়া ব্রিটিশ এবং ঝুঁকিতে থাকা আফগানদের নিরাপদে সরানোর সুযোগ দেবে তালেবান এমন সমঝোতা হয়েছে। প্রায় দুইশ মার্কিনিকে সরাতে জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্রও।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply