
ছবি: সংগৃহীত
ভয়-ভীতি কিংবা গুম-খুনের মতো নির্যাতন নিপীড়ন মোকাবিলা করেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম- মহাসচিব রুহুল কবীর রিজভী।
রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আগে এক আলোচনায় এই মন্তব্য করেন তিনি।
এ সময় আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বানও জানান রিজভী। তার অভিযোগ, ক্ষমতায় টিকে থাকতে অন্ধ হয়ে গেছে সরকার।
এদিকে, জনগণকে বিভ্রান্ত করতেই অনলাইন অ্যাক্টিভিস্ট নিয়োগ দিয়েছে সরকার বলেও সমালোচনা করেন রিজভী আহমেদ।
ইউএইচ/
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply