ওবায়দুল কাদের। ফাইল ছবি
ক্ষমতার জন্য দেশের স্বাধীনতা বিকিয়ে দিতেও দ্বিধাবোধ করে না বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে নিয়মিত ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি মুখে দেশপ্রেমের কথা বললেও মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির সাথে তাদের বন্ধুত্ব রয়েছে। শুধু রাজনীতির কারণেই বিএনপি ভারত বিরোধিতা করে। ক্ষমতায় থাকাকালে তারা ভারতের সাথে নতজানু অবস্থান নিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
ব্রিফিংয়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহেনার ৬৭তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ইউএইচ/
Leave a reply