
ছবি: সংগৃহীত
অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে জাতিসংঘের ৭ শীর্ষ কর্মকর্তাকে বহিষ্কার করলো ইথিওপিয়া। বহিষ্কৃত কর্মকর্তাদের ৭২ ঘণ্টার মধ্যে ইথিওপিয়া ত্যাগ করতে হবে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এ ঘোষণা দেয় দেশটির সরকার। দেশটির সংঘাত কবলিত টাইগ্রে অঞ্চলের লাখো মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি বলে মন্তব্য করায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়।
এ তালিকায় রয়েছেন জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের প্রধান এবং মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় ইউএনওছিএইচএ’র প্রধানও।
গত মঙ্গলবার জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, টাইগ্রে অবরুদ্ধ করে রেখেছে সরকারি বাহিনী। ফলে সেখানকার ৬০ লাখ মানুষের কাছে প্রয়োজনীয় ত্রাণের মাত্র ১০ শতাংশ পাঠানো সম্ভব হচ্ছে।
২০২০ সালের নভেম্বর থেকেই টাইগ্রের স্বাধীনতাকামী গোষ্ঠীর সাথে সরকারের বিরোধ চরম আকার ধারণ করে। হাজার হাজার মানুষের মৃত্যু হয়। এছাড়া দেখা দেয় চরম খাদ্যাভাব।
 
				
				
				
 
				
				
			


Leave a reply