ড. হাছান মাহমুদ। ফাইল ছবি
সমস্ত সাম্প্রদায়িক অপশক্তি দূর করতে মুক্তিযুদ্ধ হয়েছিল বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (৬ অক্টোবর) ভোরে রাজধানীর বনানীর খেলার মাঠে মহালয়া উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সব ধর্মের মহিমা মানুষের কল্যাণ। সেটি ধরে পৃথিবী চললে সুন্দর হতো। তিনি আরও বলেন, ধর্মের কারণে হানাহানির সৃষ্টি হয়। ধর্মের অপব্যবহার পরিহার করলে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হবে, মঙ্গলময় হবে পৃথিবী।
Leave a reply