
ছবি: সংগৃহীত।
নিউজিল্যান্ডের পর এবার পাকিস্তানের সাথে একই আচরণ করলো ইংল্যান্ড। ২০ সেপ্টেম্বর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) পাকিস্তানে ইংল্যান্ড নারী ও পুরুষ জাতীয় দলের সফর বাতিল করে বিবৃতি দেয়। বিষয়টি মোটই ভালোভাবে নিচ্ছে না পাকিস্তান খেলোয়াড়রা। এ নিয়ে মুখ খুলছেন সাবেক ক্রিকেটাররাও।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডলইস্ট আইকে একটি সাক্ষাৎকারে এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন। তিনি বলেন, এই আচরণের মাধ্যমে ইংল্যান্ড নিজেকে ছোট করলো। তাদের কাছে আরও ভালো কিছু আশা করেছিলাম আমি।
ভারতের সাথে ইংল্যান্ড এই ধরনের আচরণ করার সাহস পেতো না এমন মন্তব্য করে ইমরান খান বলেন, ভারতের ক্রিকেট বোর্ড সবচেয়ে ধনী। অন্যদিকে অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডের পাশাপাশি খেলোয়াড়রাও এখন অর্থ নিয়েই পড়ে আছে। তাই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ এখন ভারতের কাছে। এ সময় বিভিন্নভাবে ভারতের বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেন ইমরান খান।



Leave a reply