
প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট শিকার করেছেন এনামুল হক জুনিয়র। আব্দুর রাজ্জাকের পর এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক অর্জনটি ছুঁতে ম্যাচ খেলেছেন ১৩৬টি।
জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে রংপুরের বিপক্ষে ৪৯৯ উইকেট নিয়ে মাঠে নামেন এনামুল। রংপুরের দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন তিনি। আর তৃতীয় বলেই ইতিহাসের পাতায় নাম লেখান এই বাঁ-হাতি স্পিনার।
ক্রিকেট ক্যারিয়ারে এনামুল জুনিয়র ৩৪ বার দখল করেছেন পাঁচ উইকেট। আর ১০ উইকেট নিয়েছেন সর্বমোট ৬ বার। এনামুলের সেরা বোলিং ফিগার ৪৭ রানে ৭ উইকেট।
সিলেটে জন্মগ্রহণ করা এনামুলের বাংলাদেশের হয়ে অভিষেক হয় ২০০৩ সালে। ইংল্যান্ডের বিপক্ষে সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হিসেবে দলে সুযোগ পান তিনি। এরপর বাংলাদেশ জাতীয় দলে খেলেন ১৫টি টেস্ট। আর ওয়ানডেতে বাংলাদেশের জার্সি গায়ে খেলেছেন ১০ ম্যাচ। সবচেয়ে ছোট খেলোয়াড় হিসেবে টেস্টে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব আছে এনামুলের।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply