তিন গোলের লিড নিয়েও জিততে পারেনি বার্সা

|

ছবি: সংগৃহীত

সেল্টা ভিগোর ঘরের মাঠে প্রথমার্ধেই তিন গোলের লিড নিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারল না বার্সেলোনা। কাতালান ক্লাবটিকে ৩ -৩ গোলে রুখে দিয়েছে সেল্টা ভিগো।

সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের ৫ মিনিটেই জর্ডি আলবার অ্যাসিস্ট থেকে বার্সাকে লিড এনে দেন বার্সার তরুণ ফরোয়ার্ড আনসু ফাতি। ১৮ মিনিটে সার্জিও বুসকেটসের গোলে ব্যবধান দ্বিগুণ করে কাতালানরা। ৩৪ মিনিটে ৩-০ গোলের লিড নেয় বার্সেলোনা।

তবে দ্বিতীয়ার্ধে মুদ্রার উল্টোপিঠ দেখেছে বার্সা। ৫২ মিনিটে লাগো আসপাস, ৭৪ মিনিটে নোলিটোর গোলে ব্যবধান ৩-২ করে সেল্টা ভিগো। ইনজুরি টাইমে নিজের দ্বিতীয় গোলে বার্সার স্বপ্ন ভঙ্গ করেন আসপাস।

এই ড্রয়ে ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নাম্বারে অবস্থান করছে বার্সেলোনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply