নির্বাচনের কৌশল নির্ধারণে বৈঠকে বসেছে বিজেপি

|

ভারতের পাঁচ গুরুত্বপূর্ণ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের কৌশল নির্ধারণে আজ বৈঠকে বসেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ যোগ দিয়েছেন নীতিনির্ধারণী পর্যায়ের ১২৪ সদস্য।

এরইমধ্যে নয়াদিল্লির সমাবেশস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রীসহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা। বৈঠকে মূল ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদি। করোনা বিধিমালা মানতে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেবেন রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী, বিজেপি প্রেসিডেন্ট এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। গত সপ্তাহেই ১৩ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ২৯টি আসনের উপ নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির।

২০২২ সালের শুরুতেই পাঞ্জাব, উত্তর প্রদেশ, গোয়া, মনিপুর এবং উত্তরখণ্ডে বিধানসভা নির্বাচন। শুধু পাঞ্জাব ছাড়া বাকি সবগুলো রাজ্যের ক্ষমতায় রয়েছে বিজেপি। সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দিকেই দলটির দৃষ্টি নিবদ্ধ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply