পুলিশ স্টেশনের বাইরে আগুনে জ্বললো ২৫টির বেশি গাড়ি, মোটরবাইক ও অটোরিকশা। ভারতের গুজরাটে ঘটলো এই ঘটনা। অবশ্য অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।
রোববার (৭ নভেম্বর) ভোররাতে খেদা জেলার প্রধান পুলিশ স্টেশনের বাইরে ছড়িয়ে পড়ে আগুন।
দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তারা জানায়, গাড়িগুলোর ভেতরে ফুয়েল থাকায় দ্রুত ছড়িয়েছে আগুন। নাশকতার উদ্দেশ্যে কেউ আগুন দিয়েছে নাকি স্রেফ দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। কারণ জানতে চলছে বিস্তারিত তদন্ত।
Leave a reply